আঁচিল দূর করার ক্রিম | আঁচিল দূর করার ঘরোয়া উপায়
আঁচিল দূর করার ক্রিমের নাম হলো: Salicid™ Cream. এছাড়াও আরো ভিন্ন ধরনের আঁচিল দূর করার ক্রিম বাজারে পাওয়া যায়। তবে আঁচিল দূর করার ক্রিম ব্যবহার করার পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
আঁচিল দূর করার ক্রিম
যদিও অধিকাংশ আঁচিল তেমন কোন শারীরিক ক্ষতি করে না, তবে আঁচিল সৌন্দর্যহানির কারণ। তাই যাদের আঁচিল রয়েছে তারা তা দূর করতে চায়। আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়ুন। নিচে আঁচিল দূর করার ক্রিম এবং আঁচিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
আঁচিল দূর করার ক্রিম:
- Salicid™ Cream
- Kerasol Cream
- Imiclara Cream
- Iminod Cream
আঁচিল দূর করার ঘরোয়া উপায়
আঁচিল দূর করার ক্রিম ব্যবহার না করেও আপনি ঘরোয়া পদ্ধতিতে আঁচিল দূর করতে পারবেন। আঁচিল দূর করার বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো অবলম্বন করার মাধ্যমে খুব সহজে আপনি কোন ধরনের চিকিৎসা ছাড়ায় আঁচিল দূর করতে পারবেন। সাধারণত যে সকল উপায় অবলম্বন করে আঁচিল দূর করা যেতে পারে সেগুলো নিচে উল্লেখ করা হলো।
- আপেল সিডার ভিনেগার: আঁচিলে নিয়মিত আপেল সিডার ভিনেগার ব্যবহার করলে তা মৃত কোষগুলোকে অপসারণ করতে সহায়তা করে, ফলে ধীরে ধীরে আঁচিল অপসারিত হয়ে যায়। তাই ঘরোয়া পদ্ধতিতে আঁচিল দূর করতে চাইলে, আপেল সিলার ভিনেগার ব্যবহার করতে পারেন।
- কলার খোসা: কলার খোসায় থাকা ভেষজ উপাদান মৃত কোষগুলোকে দ্রুত অপসারণ করতে সক্ষম, তাই আঁচিলে কলার খোসা ব্যবহার করলে আঁচিল নিরাময় হয়। চাইলে আপনি কলার খোসা আঁচিলে ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভাল ফলাফল পাবেন।
- এলোভেরা জেল: প্রাকৃতিক ভেষজ গুণসম্পন্ন এলোভেরা জেল বিভিন্ন ধরনের শারীরিক উপকার করে থাকে। বিশেষ করে ত্বকের যত্নে এলোভেরার জেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই হয়তো বা জানেনা যে, আঁচিল দূর করতে এলোভেরা কার্যকর ভূমিকা রাখে।
- চা পাতার তেল: টি ট্রি ওয়েল বা চা পাতার তেল আঁচিল দূর করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই চাইলে আপনিও আঁচিল দূর করতে চা পাতার তেল ব্যবহার করতে পারেন।
- বেকিং সোডা: বেকিং সোডায় থাকা ক্ষার জাতীয় উপাদান আঁচিলের গ্রোথ কমিয়ে ফেলে, এবং ধীরে ধীরে আঁচিলকে নিশ্চিহ্ন করে দেয়। আপনি যদি নিয়মিত কিছুদিন আঁচিলে বেকিং সোডা ব্যবহার করেন, আশা করি অল্প কিছুদিনের মধ্যে আঁচিল সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।
আঁচিল কেন হয়
আঁচিল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে আপনার পূর্বপুরুষের কারো যদি আঁচিলের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার আঁচিল হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আঁচিল জেনেটিক কারণে হয়ে থাকে। তবে অন্যান্য কারণে আঁচিল হতে পারে। যে সকল কারণে আঁচিলের সমস্যা দেখা দিতে পারে সেগুলো নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
- HPV ইনফেকশন: আঁচিল হওয়ার অন্যতম একটি কারণ হলো HPV ইনফেকশন। আপনার যদি কখনো HPV ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার আঁচিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আঁচিল থেকে সুরক্ষিত থাকতে চাইলে অবশ্যই আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে।
- জেনেটিক্যাল কারণ: পূর্বেই বলা হয়েছে যে, সব থেকে বেশি আঁচিল হয়ে থাকে জেনেটিক কারণে। যাদের পূর্বপুরুষের আঁচিলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা অধিক পরিলক্ষিত হয়।
- পার্সোনাল আইটেম শেয়ারে ব্যবহার করা: আপনি যদি আপনার ব্যক্তিগত ব্যবহৃত জিনিস যেমন: রেজার বা অন্যান্য যেকোনো ধরনের পার্সোনাল আইটেম অন্য কারো সাথে শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আঁচিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা: আপনার যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে আঁচিলসহ আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ তারা প্রতিরোধ ক্ষমতা কম থাকা আঁচিল হওয়ার অন্যতম একটি কারণ।
- খালি পায়ে হাটা: অনেক সময় খালি পায়ে হাতার কারণে বিভিন্ন ধরনের পরজীবী আমাদের শরীরে প্রবেশ করে। ক্ষেত্রবিশেষে এই ধরনের এক্সটার্নাল এনটিটি আঁচিলের কারণ হতে পারে।
আঁচিলের এলোপ্যাথিক চিকিৎসা
অন্যান্য রোগের মতো আঁচিল এক ধরনের রোগ। তাই সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সঠিক চিকিৎসা করলে আঁচিল দূর হয়ে যায়। সাধারণত আঁচিলের চিকিৎসায় আঁচিল দূর করার ক্রিম ব্যবহৃত হয়ে থাকে। নিচে বেশ কিছু আঁচিল দূর করার ক্রিমের নাম তুলে ধরা হলো।
তবে নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে ব্যবহার করা যাবে না। ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কেননা ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে নিজে ঔষধ সেবন করলে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
- Salicylic acid
- Podophyllin
- Trichloroacetic acid (TCA)
- Cantharidin
- Imiquimod
আঁচিল দূর করার ঔষধ
ইতোমধ্যেই উপরে আঁচিল দূর করার ক্রিমের নাম উল্লেখ করা হয়েছে। ডাক্তারের পরামর্শক্রমে যে সকল ঔষধ ব্যবহার করে আঁচিল থেকে মুক্তি লাভ করা সম্ভব সেই ঔষধ সমূহের তালিকা নিচে উল্লেখ করা হয়েছে। কতদিন ব্যবহার করতে হবে এবং কি নিয়মে ব্যবহার করতে হবে তা জানতে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন।
- Cryotherapy (liquid nitrogen)
- Retinoid cream
- Interferon injections
- Bleomycin
- Fluorouracil
আঁচিল কি বিপজ্জনক
সব ধরনের আঁচিল বিপদজনক নয়। তবে কিছু কিছু আঁচল বিপদজনক হতেও পারে। আঁচিল যদি ব্যথাযুক্ত হয় এবং আঁচিল দিয়ে রস ঝড়ে সেক্ষেত্রে তা ক্যান্সারাস হতে পারে। তবে এই ধরনের ক্যান্সারাস আঁচিলের সংখ্যা খুবই কম।
আপনার আঁচিল ক্যান্সারস কিনা, তা জানতে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি আপনার কাছে সন্দেহ হয় যে আপনার আঁচিল ধীরে ধীরে বড় হচ্ছে, রস ঝরছে তাহলে অবশ্যই তার পরীক্ষা করে নেয়া উচিত।
আঁচিল দূর করার হোমিও ঔষধ
হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেও আঁচিল দূর করার ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। আঁচিল দূর করতে হোমিও ঔষধ কার্যকরী। সঠিক নিয়মে যদি আপনি সঠিক ঔষধ খেতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যেই আঁচিল দূর হয়ে যাবে। হোমিওপ্যাথি চিকিৎসায় সাধারণত যে সকল ঔষধ আঁচিল দূর করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সেই ঔষধ সমূহের তালিকা নিচে তুলে ধরা হলো।
- থুজা অক্সিডেন্টালিস
- কস্টিকাম
- অ্যান্টিমোনিয়াম ক্রুডাম
- নাইট্রিকাম অ্যাসিডাম
- ডালকামারা
- ক্যালকারিয়া কার্বোনিকা
- সাবিনা
- রুটা গ্রেভিওলেন্স
- স্টাফিসাগ্রিয়া
- সেপিয়া