এলার্জির ঔষধ এর নাম । এলার্জির সবচেয়ে ভালো ঔষধ

অধিক কার্যকর এলার্জির ঔষধ সমূহের নাম সমূহ হলো: Alatrol, Cirizin এবং Acitrin ইত্যাদি। ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনি এলার্জির এই ঔষধ গুলো সেবন করেন তাহলে আশা করা যায় দ্রুত এলার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি যদি এ সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আরও বেশ কিছু কার্যকর এলার্জির ঔষধ এর নাম জানতে পারবেন।

এলার্জির ঔষধ এর নাম | এলার্জি ঔষধ এর নাম

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে সঠিকভাবে ঔষধ সেবন করলে এলার্জি নির্মূল করা সম্ভব। আর তাই যদি আপনার এলার্জিজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই এর উপযুক্ত চিকিৎসা করতে হবে। তা না হলে রোগ যদি জটিল আকার ধারণ করে তাহলে কিন্তু তা নির্মূল করা কঠিন হয়ে দাঁড়ায়। আর্টিকেলটির এই অংশে সব থেকে কার্যকর এলার্জির ঔষধ এর নাম সমূহ চোখ তুলে ধরা হয়েছে। 

তবে নিম্ন বর্ণিত ঔষধ গুলো সেবন করার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত যদি আপনি ঔষধ সেবন করেন তাহলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। যাইহোক চলুন দেখে নেয়া যাক, এলার্জি ঔষধ এর নাম।

  • Oradin 10 mg
  • Alatrol
  • Zyrtec Tablet 10mg
  • Etizin10mg
  • Cetirizine10mg

এলার্জি দূর করার উপায়

এলার্জি দূর করার উপায় সমূহ যথাযথভাবে অবলম্বন করলে আশা করা যায় এলার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। এলার্জি দূর করার সব থেকে কার্যকর সাশ্রয়ী উপায় নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো। আশা করি নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়লে এলার্জি দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

  • এলার্জি যুক্ত খাবার পরিহার করুন: এলার্জি থেকে নিজেকে মুক্ত রাখতে চাইলে অবশ্যই আপনাকে এলার্জি যুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। তাই এলার্জি যুক্ত খাবার কোনগুলো তা জেনে নেয়া উচিত। আর্টিকেলটির শেষাংশে এলার্জি যুক্ত খাবারের তালিকা তুলে ধরা হয়েছে। 
  • এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করুন: এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ এলার্জি নিরাময় কার্যকর ভূমিকা রাখে। তাই ডাক্তারের পরামর্শক্রমে আপনি এনটিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করতে পারেন। আশা করি এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করলে তা আপনার সমস্যা দূর করবে।
  • বসবাসের স্থান পরিষ্কার রাখুন: এলার্জি দূর করার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে এলার্জির সমস্যা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই বসবাসের স্থান সব সময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।
  • ধুলাবালি থেকে দূরে থাকুন: আপনার যদি এলার্জিজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধুলাবালি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। কেননা ধুলাবালি নাকে প্রবেশ করলে তা এলার্জির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। ধুলার সমস্যা থেকে মুক্তি পেতে ঘরের দরজা জানালা লাগিয়ে রাখবেন এবং বাইরে চলাচল করার সময় মাস্ক ব্যবহার করবেন।
  • এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন: বসবাসের স্থানে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন, এতে করে আপনি পরিশুদ্ধ বাতাস পাবেন।

এলার্জির ঔষধ  | এলার্জি ঔষধ

ইতোমধ্যেই উপরে বেশ কিছু এলার্জির ঔষধ এর নাম তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে আরো বেশ কিছু এলার্জি ঔষধ এর নাম তুলে ধরা হবে। ডাক্তারের পরামর্শে নিম্ন বর্ণিত এলার্জির ঔষধ গুলো সেবন করে দেখতে পারেন, আশা করি ভালো ফলাফল পাবেন।

  • Nosemin
  • Ontin
  • Riz
  • Atrizin
  • Cetmax

এলার্জি চুলকানি দূর করার উপায়

এলার্জির চুলকানি দূর করে নিম্ন বর্ণিত উপায় সমূহ আপনার জন্য কার্যকর হতে পারে। তাই যদি আপনি এলার্জির চুলকানি থেকে মুক্তি পেতে চান তাহলে নিচে উল্লেখিত উপায় সমূহ যথাযথভাবে অবলম্বন করুন। 

  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
  • চুলকানি বৃদ্ধি করে এমন খাবার পরিহার করুন।
  • এলার্জি যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করুন।
  • পর্যাপ্ত পানি পান করুন।
  • দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন।
  • সূর্যের আলো থেকে দূরে থাকুন।
  • স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করুন।

এলার্জি চুলকানি ঔষধের নাম

এলার্জিজনিত সমস্যা থাকলে চুলকানি দেখা দেয়। আর এলার্জির চুলকানি খুবই বিরক্তিকর ও অস্বস্তিকর। আর তাই যদি আপনি এলার্জির জনিত চুলকানি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এলার্জি চুলকানির ঔষধ খেতে হবে। 

রেজিস্টার ডাক্তারের পরামর্শক্রমে এলার্জি চুলকানির ঔষধ খেলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই তা দূর হয়ে যাবে। নিচে যে সকল এলার্জি চুলকানি ঔষধের নাম তুলে ধরা হয়েছে ডাক্তারের পরামর্শক্রমে সেই ওষুধগুলো খাওয়া যেতে পারে। তো আসুন দেখে নেয়া যাক, এলার্জির ঔষধ এর নাম সমূহ। 

  • Itchnil
  • Itchsol
  • Adaben Duo Gel. 
  • Clindacin Cream. 
  • Clindacin Plus Gel. 

এলার্জি জাতীয় খাবার

এলার্জি জাতীয় খাবার কোনগুলো তা জেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এলার্জিজনিত সমস্যায় ভুগেন সেক্ষেত্রে এলার্জি জাতীয় খাবারগুলো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আর আপনার যদি জানা না থাকে যে কোনগুলোতে অ্যালার্জি রয়েছে তাহলে কিন্তু আপনি কখনোই সেই খাবারগুলো পরিহার করতে পারবেন না। যাইহোক নিচে এলার্জি জাতীয় খাবার সমূহের তালিকা তুলে ধরা হলো।

  • বাদাম 
  • গরুর মাংস
  • দুধ 
  • ডিম 
  • ময়দা 
  • ইলিশ মাছ 
  • গরুর 
  • মাংস 
  • কচু

স্কিন এলার্জি ঔষধের নাম

ত্বকে বা স্কিনে যদি আপনার এলার্জিজনিত সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে নিম্ন বর্ণিত ঔষধ গুলো আপনার জন্য পারফেক্ট হতে পারে। নিচে যে সকল এলার্জির ঔষধ এর নাম উল্লেখ করা হয়েছে সেই ঔষধ গুলো সেবন করার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ডাক্তারের পরামর্শ না নিয়ে ঔষধ সেবন করলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

  • Acitrin
  • Rhinil
  • Cetrin
  • Alatrol
  • Cirizin

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

আরো পড়ুন